গুগল এডসেন্স এপ্রুভাল পাওয়ার জন্য অর্গানিক ট্রাফিক পাওয়ার উপায়

3.9/5 - (8 votes)

আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন।আপনার যদি একটি ব্লগ সাইট থাকে আর সে ব্লগ সাইটে সবকিছু ঠিকঠাক থাকা শর্তেও শুধুমাত্র অর্গানিক গুগলের ট্রাফিক এর কারনে গুগল এডসেন্স এপ্রুভাল না পেয়ে থাকেন তাহলে আজকের এই পোস্টটি সম্পূর্ণ আপনার জন্য।

আপনার সকলে জানেন বর্তমানে একটি ব্লগ সাইটে গুগল এডসেন্স পাওয়ার জন্য সবকিছু ঠিকঠাক থাকা শর্তেও গুগলের অর্গানিক ট্রাফিকের খুবই প্রয়োজন।গুগলের অর্গানিক ট্রাফিক ছাড়া বর্তমানে একটি ব্লগ সাইটে Google AdSense Approval পাওয়ার কোন সম্ভাবনা নেই।আর এই সমস্যার সমাধান পাবেন আজকের এই পোস্টটিতে।শুরু করা যাক:-

গুগল অর্গানিক ট্রাফিক পাওয়ার উপায় সমূহ

👉ব্লগ সাইট এর কনটেন্ট গুলো অর্গানিক হওয়া এবং কনটেন্ট গুলি সঠিকভাবে এসিও করে ব্লগ সাইটে পাবলিস্ট করা।

👉কনটেন্টটির মধ্যে internal external link ব্যবহার করা।

👉কনটেন্টি পাবলিস্ট করার পর কনটেন্টটিতে প্রচুর পরিমাণে ব্যাকলিংক তৈরি করা।

এছাড়াও আরো অনেকগুলি মাধ্যম রয়েছে যেই সকল মাধ্যমে আপনি ব্যবহার করে আপনি আপনার ব্লগ সাইটে অর্গানিক ট্রাফিক নিয়ে আসতে পারবেন।

এই মাধ্যমগুলি একদমই কমন নতুন একটি ব্লগ সাইটের জন্য অর্গানিক প্রচুর পরিমাণে এই সকল অর্গানিকভাবে কাজ করে কোনভাবেই নিয়ে এসে Google এডসেন্স বর্তমানে পাওয়া খুবই দুষ্কর এবং সময় সাপেক্ষ।

তাই আজকে আমি ট্রাফিক সফটওয়্যার এর মাধ্যমে অর্গানিকভাবে কিভাবে কোন সফটওয়্যার টির মাধ্যমে এই কাজটি করবেন এ টু জেড আপনাদেরকে জানাবো।

ট্রাফিক সফটওয়্যার এর মাধ্যমে অর্গানিক ট্রাফিক নিয়ে আসার নিয়ম

চলুন আজকে একদম ফ্রিতে ট্রাফিক সফটওয়্যার এর মাধ্যমে অর্গানিক ট্রাফিক ব্লগ ওয়েবসাইটে গুগল এডসেন্স পাওয়ার জন্য কিভাবে আপনার নিয়ে আসবেন সে বিষয়টি সম্পূর্ণ আলোচনা করব এবং জানাবো ও দেখাবো ইনশাল্লাহ।

এই ট্রাফিক সফটওয়্যার এর নাম কি?

এ ট্রাফিক সফটওয়্যারটি খুবই জনপ্রিয় হয়তো বা ইতিপূর্বে এ নামটি আপনার কাছে পরিচিত হবে ।কিন্তু আপনাকে এই ট্রাফিক সফটওয়্যারটিএর মাধ্যমে টাকার বিনিময়ে আপনার অথবা আপনার ক্লাইন্টের ওয়েবসাইটে কাজ করতে হত ।কিন্তু আমি আপনাদেরকে একদম ফ্রিতে এই সফটওয়্যারটি কিভাবে পাবেন ?কোথা থেকে ডাউনলোড করবেন এবং কিভাবে আপনারা এই সফটওয়্যারটি আপনার কম্পিউটার ইন্সটল করে সঠিকভাবে অর্গানিকভাবে  Google Analytics Supported  ট্রাফিক নিয়ে আসবেন সে সম্পর্কে জানাবো।

ট্রাফিক সফটওয়্যারটির নাম – Traffic Spirit (Pro Version )

এই ট্রাফিক সফটওয়্যারটি কোথায় থেকে ডাউনলোড করব?

লেটেস্ট প্রিমিয়াম ভার্সনের এই ট্রাফিক সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য নিচের দেওয়া লিংকে ক্লিক করে সেখান থেকে এই সফটওয়্যারটি সরাসরি ডাউনলোড করুন।

* Download Link Here*

সফটওয়্যারটি ইন্সটল করার পূর্বে পাসওয়ার্ড কি?

এই সফটওয়্যারটি ডাউনলোড করে ফাস্টে আনজিপ করতে আপনাকে একটি পাসওয়ার্ড ব্যবহার করতে হবে পাসওয়ার্ডটি হচ্ছে- ipts123

সফটওয়্যারটি আমাদের ডিভাইসে কিভাবে ইন্সটল করব?

👉প্রথমে সফটওয়্যারটি ডাউনলোড করে আপনার ডিভাইস থেকে এই পাসওয়ার্ডটি ব্যবহার করে ফাইলটিকে আনজিপ করে নিবেন।

👉এরপর ফাইলটি আনজিপ করা হয়ে গেলে আপনি এখানে ফোল্ডারের মধ্যে দুইটি ফোল্ডার দেখতে পাবেন এর মধ্যে থেকে – Ipts লেখা এই আইকনটির উপরে ডাবল ক্লিক করবেন।

👉সফটওয়্যারটি সঠিকভাবে আপনার ডিভাইসে ওপেন হয়ে যাবে।

সফটওয়্যারটির মাধ্যমে ট্রাফিক নিয়ে আসার জন্য কিভাবে সেটআপ করব?

এই সফটওয়্যারটিতে আপনার ক্যাম্পিংটি অর্গানিক ট্রাফিক নিয়ে আসার জন্য কয়েকটি মাধ্যম সঠিকভাবে আপনাকে অনুসরণ করতে হবে।ক্যাম্পিং সঠিকভাবে আপনি সেটআপ না করতে পারলে আপনার এই ট্রাফিক গুলি কিন্তু অর্গানিক না হয়ে লাভের চাইতে আপনার ওয়েবসাইটের ক্ষতি বেশি হবে।

👉Add Site অপশনের উপরে ক্লিক করুন।

👉আপনি আপনার অথবা আপনার ক্লায়েন্টের যে ওয়েবসাইটে অর্গানিক ট্রাফিক নেবেন সেই সাইটের ডোমেইন ইউআরএল টি যুক্ত করে নিন।

👉এরপর আপনি ট্রাফিক সোর্স এর উপরে ক্লিক করুন।এবং গুগল সার্চ অঞ্চল থেকে আপনার ওয়েবসাইটের সার্চের যে সকল কিওয়ার্ড রয়েছে সেই সকল কিওয়ার্ড গুলি বিভিন্ন ক্যাটাগরিতে যুক্ত করুন।

👉Traffic Region – এই অপশন থেকে আপনি কোন কান্ট্রি থেকে ট্রাফিক নিতে চাচ্ছেন তা নির্বাচন করুন।

সকল সেটিংস গুলি আপনার ঠিকঠাক ভাবে যুক্ত করা হয়ে গেলে নিচে থেকে ওকে বাটনে প্রেস করুন।

ব্যাস আপনার ট্রাফিক আসার ক্ক্যাম্পেইনটি শুরু হয়ে যাবে।

আরো বিস্তারিত জানতে নিচের ভিডিওটি অবশ্যই অনুসরণ করুন👇

এই সফটওয়্যার এর ট্রাফিক গুলো কোন ক্ষেত্রে ব্যবহার করা যাবে?

👉এই সফটওয়ারের ট্রাফিক গুলো গুগল এডসেন্স পাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনি ব্যবহার করে ট্রাফিক সসমস্যার জন্য যারা Google AdSense পাচ্ছেন না তারা ব্যবহার করুন।

👉আপনারা যারা ওয়েবসাইটের ট্রাফিক সার্ভিস বিজনেস করতে চান আপনার ব্যবহার করতে পারবেন।

👉Adx Approval এর জন্য অর্গানিক ট্রাফিক এই মাধ্যমে নিতে পারবেন।

👉 Adsterra থেকে ট্রাফিক নিয়ে এসে ইনকাম বৃদ্ধি করার ক্ষেত্রে এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন।

👉এছাড়াও আরো অনেক ধরনের গুগল এডসেন্সের বাহিরে অ্যাড নেটওয়ার্ক রয়েছে সেই সকল অ্যাড নেটওয়ার্কের ওয়েবসাইটের আর্নিং বৃদ্ধি এবং মনিটাইজেশন নেওয়ার জন্য এই ট্রাফিক গুলি ব্যবহার করতে পারবেন।

মনে রাখবেন এই সফটওয়্যারটি শুধুমাত্র গুগল এডসেন্স অ্যাপ্রভাল পাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ট্রাফিক অর্গানিক মাধ্যমে নিয়ে এসে Google এডসেন্স অ্যাপ্রভাল নিতে পারবে।মূলত এই সফটওয়্যারটি এই কাজের জন্যই বাংলাদেশ এবং বাংলাদেশের বাহিরে প্রত্যেকটি ব্লগ সাইটের অনারেরা ব্যবহার করে থাকে।

আমাদের সঙ্গে গুগোল নিউজে যুক্ত থাকুন –ফলো গুগোল নিউজ

সতর্কতা- এই ট্রাফিক সফটওয়্যারটি সঠিকভাবে ক্যাম্পেইন সেটআপ না করতে পারলে আপনারা কখনোই এই ট্রাফিক সফটওয়ারের মাধ্যমে উপকৃত হতে পারবেন না।এজন্য অবশ্যই আমার ভিডিওটি দেখে সঠিকভাবে এই নিয়মটি অনুসরণ করে শুধুমাত্র এই সফটওয়্যার এর মাধ্যমে আপনার ওয়েবসাইটের ট্রাফিক নিয়ে আসবেন এবং আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটেও এভাবেই সার্ভিস দিবেন।

শেষ কথা- এই সফটওয়্যারটি ,এই মাধ্যমটি এবং এই ভিডিওটি কেউ আপনারা নেগেটিভ ভাবে নেবেন না এই মাধ্যমটি অবলম্বন করে অসংখ্য ওয়েবসাইটে Google এডসেন্স অ্যাপ্রুভ হচ্ছে তার প্রমাণ দেখতে হলে আমার সঙ্গে সরাসরি আপনারা যোগাযোগ করবেন।

এছাড়াও ভালো-মন্দ যেহেতু আমরা ব্লগ সাইট নিয়ে  এবং ট্রাফিক নিয়ে কাজ করে থাকি এই সকল মাধ্যমগুলি জানা আমাদের অতীব জরুরী।

👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔

প্রয়োজনীয় আরো পোস্ট সমূহ:-

ব্লগ সাইট তৈরি করে প্রতিমাসে মিনিমাম ১০ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত আয় করুন (শূন্য থেকে)

ওয়েবসাইটের জন্য Backlink Website List এবং ভিডিও টিউটোরিয়াল

ফ্রি প্রফাইল ব্যাকলিংক ওয়েবসাইট লিস্ট

ব্লগার ওয়েবসাইট পেজ স্পিড অপটিমাইজেশন এইচটিএমএল ফাইল

ব্লগ ওয়েবসাইট তৈরি করে নিয়ে মাসে ৬০-৭০ হাজার টাকা আয় করুন

↘️ আমার আরো ওয়েবসাইট সমূহ👇

↘️ আমার ভিডিওগুলো পাবেন যে সকল মাধ্যমে 👇

➡️YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️Facebook পেজ ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️Instagram চ্যানেল ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️WhatsApp চ্যানেল ফলো করে রাখুন – এখানে ক্লিক করুন

➡️Treads চ্যানেল ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️TikTok চ্যানেল ফলো করে রাখুন-এখানে ক্লিক করুন

➡️Telegram চ্যানেল ফলো করে রাখুন-এখানে ক্লিক করুন

➡️IMO চ্যানেল ফলো করে রাখুন-এখানে ক্লিক করুন

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মো: সানাউল বারী পেশায় একজন ব্লগার এবং ইউটিউব ও ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর।

পোস্টটি শেয়ার করুন -:

Leave a Comment