আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সানাউল বারী।ব্লগ ওয়েবসাইট নিয়ে সফলতার সঙ্গে দশ বছর যাবত কাজ করছি। তাই আজকে আমি আপনাদেরকে আমার অভিজ্ঞতা থেকে ব্লগ ওয়েবসাইট তৈরি করার পূর্বে যে সকল বিষয় লক্ষ্যণীয় সেই সকল বিষয়ে আজকের এই পোস্টটিতে আলোচনা করব।
তাই আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে আপনি যদি ব্লগ ওয়েবসাইট তৈরি করে সফল হতে চান? তাহলে আমার আজকের এই লেখাটি সম্পূর্ণ পড়ে এরপরে ব্লগ ওয়েবসাইট তৈরি করবেন। কারণ না জেনে না বুঝে কখনোই কোন সেক্টরের সফলতা অর্জন করা যায় না।
পোষ্টের উদ্দেশ্য –
আমি চাই আমি ব্লগ ওয়েবসাইট তৈরি করার পূর্বে যে সকল ভুল করেছিলাম এবং পরবর্তীতে বুঝতে পেরে যা সমাধান করতে পারিনি এই সকল ভুল যাতে কোন ব্লগার না করে অর্থাৎ যারা ব্লগ ওয়েবসাইট তৈরি করতে চায় এটি আমার মূল উদ্দেশ্য।
ব্লগ ওয়েবসাইট তৈরি করার পূর্বে সাধারণ যে সকল বিষয় জানতে হবে তা নিচে আমি আলোচনা করছি –
কোন প্লাটফর্মে ব্লগ ওয়েবসাইট তৈরি করবেন?
ব্লগ ওয়েবসাইট তৈরি করার পূর্বে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এটি। কারণ ব্লগ ওয়েবসাইট তৈরি করার পূর্বে আপনি যদি নিশ্চিত হন যে কোন প্লাটফর্মটি ভালো তাহলে আপনি পরবর্তীতে খুব সহজেই এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন।
বর্তমানে জনপ্রিয় দুটি প্লাটফর্মে ব্লগার সাইট তৈরি করা যায়।
- Blogger.com
- WordPress.org or wordpress.com
অর্থাৎ একটি ব্লগার প্ল্যাটফর্ম আরেকটি ওয়ার্ডপ্রেস প্লাটফর্ম।
আমার জানা মতে কমবেশি সকলেই এই দুটি প্লাটফর্ম সম্পর্কে অবগত আছেন। এরপরও আমি দুটি প্ল্যাটফর্ম সম্পর্কে আপনাদেরকে ছোট্ট করে আরও অবগত করার চেষ্টা করছি।
১.Blogger.com এটি গুগলের নিজস্ব একটি প্রোডাক্ট । এই প্লাটফর্মের মাধ্যমে একদম ফ্রিতে আপনি ব্লগ সাইট তৈরি করতে পারবেন। তবে আপনার ওয়েবসাইটের ডোমেইন ইউআরএল এর পর /Blogspot.com এইরকম লেখা থাকবে। তবে আপনি চাইলে কাস্টম ডোমেইনও যুক্ত করতে পারবেন। এক্ষেত্রে আপনার ডোমেইন নামটি মেইন ডোমেইন ইউ আর এল এর ঘরে দেখতে পাবেন। তবে অবশ্যই এই প্লাটফর্মে সাইট তৈরি করলে আপনার পোস্ট গুলোর অর্থাৎ ডাটার সকল সংরক্ষণ ক্ষমতা রাখবে গুগল।
২.wordpress.org – এই প্লাটফর্মে ওয়েবসাইট তৈরি করতে হলে প্রথমেই আপনাকে ডোমেইন এবং হোস্টিং ক্রয় করতে হবে। যা একজন নতুন ব্লগারের জন্য ব্যয়বহুল মনে হবে। এই প্লাটফর্মটি আসলে একজন এডভান্স ব্লগারের জন্য।
তাহলে আমরা কোন প্লাটফর্ম ধরে শুরু করব?
আপনি যদি একদম ফ্রেশ হয়ে থাকেন অর্থাৎ ওয়েবসাইট সম্পর্কে কোন ধরনের কোন অভিজ্ঞতা পূর্বে নেই। তাহলে আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে সাজেশন করব প্রথমে আপনি blogger.com এই প্লাটফর্ম থেকে ফ্রিতে ওয়েবসাইট তৈরি করে কাজ শুরু করুন। সেক্ষেত্রে প্লাটফর্মটি যেহেতু ফ্রি আপনার ইন্টারেস্ট ফিলও ভালো হবে এবং আপনি অনেক অভিজ্ঞতা এখান থেকে অর্জন করতে পারবেন। পরবর্তীতে আপনি চাইলে এই প্লাটফর্ম থেকে আপনার ওয়েবসাইটটি শিফট করে ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্মেও নিয়ে যেতে পারবেন।
*আমাদের সঙ্গে গুগল নিউজ যুক্ত থাকতে ক্লিক করুন *
হয়তো সমসাময়িক এই প্ল্যাটফর্মে ম্যানুয়ালি কিছু কাজ করতে আপনার বিরক্তবোধ আসতে পারে তবে এই অভিজ্ঞতাগুলি অর্জন করলে খুব সহজেই আপনি পরবর্তী এডভান্স লেভেলের প্ল্যাটফর্ম ওয়ার্ডপ্রেসে সফলতা নিয়ে আসতে পারবেন।
তবে আরেকটি বিষয় না বললেই না, তা হচ্ছে আপনার ওয়েবসাইট সম্পর্কে একটু ধারণা থাকলে আর একটু যদি টাকা পয়সা আপনার খরচ করার ইচ্ছে থাকে এবং লাইফটাইম পর্যন্ত ব্লগ সাইট থেকে কিছু করার ইচ্ছে পোষণ করে থাকেন। তাহলে আমি বলব শুরুতেই আপনি ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্ম দিয়ে শুরু করুন। কারণ ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্ম এত সহজ এবং ইউজার ফ্রেন্ডলি যে যেকোনো ধরনের একজন ইউজার খুব সহজেই বিভিন্ন ধরনের কোডিংয়ের কাজ একটি মাত্র প্লাগিন থিমের মাধ্যমে করতে পারবে। তা ছাড়াও বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট CSS কোড শুধুমাত্র কপি করে অনেক ধরনের কঠিন কঠিন কাজ সহজ করতে পারবেন।
আশা করছি আপনি কোন প্লাটফর্ম নিয়ে শুরু করবেন সে বিষয়ে অবগত হয়ে গিয়েছেন। এছাড়াও আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলের ভিডিও থেকে সম্পূর্ণ বিষয়গুলি ভিডিও আকারে এ টু জেড কিভাবে ওয়েবসাইট তৈরি করবেন/কিভাবে শুরু করবেন কিভাবে? কিভাবে ডোমেইন হোস্টিং কিনবেন? একদম শূন্য থেকে ওয়ার্ডপ্রেস দিয়ে ব্লগ ওয়েবসাইট তৈরি করা সম্পর্কিত ভিডিও আপনি নিচের ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবেন।
ব্লগ ওয়েবসাইট থেকে কি কি মাধ্যমে টাকা আয় করা যায়?
শুরু করার পূর্বে অবশ্যই আপনার জানতে হবে যে ব্লগার সাইট থেকে কি কি মাধ্যমে টাকা আয় করা যায় এবং কোন মাধ্যমটিকে আমরা টার্গেট করব।
একটি ব্লগ সাইট থেকে বিভিন্ন মাধ্যমে টাকা আয় করা যায় কিন্তু সবচাইতে জনপ্রিয় যে কয়টি মাধ্যম রয়েছে সেই কয়েকটি মাধ্যম আমি নিচে দিয়ে দিচ্ছি –
👉Google AdSense Approval বা যে কোন ধরনের অ্যাড নেটওয়ার্ক এপ্রুভাল করে এ্যাড রেভিনিউ থেকে প্রতি মাসে প্রচুর পরিমাণে টাকা আয় করতে পারবেন।
👉অ্যাফিলিয়েট মার্কেটিং ব্লগিং ওয়েবসাইট তৈরি করে অ্যামাজনের মত বড় বড় ওয়েবসাইটের প্রোডাক্ট সেলিং করেও টাকা আয় করতে পারবেন।
👉সার্ভিস সেল ব্লগার সাইট তৈরি করে আপনি সেখান থেকে টাকা আয় করতে পারবেন।
এছাড়াও আরো অসংখ্য মাধ্যম রয়েছে যে মাধ্যমগুলি ব্যবহার করে টেকনিক্যালি আপনি টাকা আয় করতে পারবেন এই ব্লগ ওয়েবসাইট প্ল্যাটফর্ম থেকে।
তবে আপনি কোন মাধ্যমকে টার্গেট করবেন ?আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলবো, গুগল এডসেন্সের এড নেটওয়ার্ক থেকে টাকা আয় করার জন্য আপনি ব্লগ ওয়েবসাইট অর্থাৎ ব্লগ লেখালেখি করার ওয়েবসাইট তৈরি করবেন।
উদাহরণ স্বরূপ আপনি যে পোস্টটি পড়ছেন এটি ব্লগ ওয়েবসাইটেরই একটি পোস্ট। এই ওয়েবসাইটটিতে google এডসেন্স অ্যাপ্রুভের সঙ্গে সঙ্গে সেখান থেকে টাকা আয় হবে। আপনি নতুন হয়ে থাকলে Google AdSense Approval বা যেকোনো অ্যাড নেটওয়ার্ক যুক্ত করে টাকা আয় করার জন্য টার্গেট করে ব্লগ ওয়েবসাইট তৈরি করুন।
জনপ্রিয় কিছু ব্লগ সাইটের লিংক নিচে দিয়ে দিচ্ছি –
https://www.ssitbari.com/ https://usitbari.com https://www.sobaritbd.com https://workupplace.com/blog/ https://banglatech24.com/
বিশ্বসেরা ৫টি ব্লগসাইট
https://www.businessinsider.com https://phrasee.co/resources/blog/page/31/ https://gizmodo.com https://www.grammarly.com/blog/ https://detailed.com/50/
উপরের এই লিংকগুলি থেকেও অব সাইট ভিজিট করলে আপনি আরো বেশি বিশ্বস্ত হবেন যে এই সকল ওয়েবসাইট থেকে প্রতি মাসে লক্ষ টাকায় হচ্ছে।
ব্লগ ওয়েবসাইট থেকে কত টাকা আয় হয়?
একটি ব্লগ ওয়েবসাইট তৈরি করা পূর্বে সেটির ইন্টারেস্ট অর্থাৎ লাভ সম্পর্কে জানায় এটি দোষের কিছু নয়। তাই এই প্রশ্নটি মনে আসতেই পারে এজন্য আমি আপনাদেরকে এই প্রশ্নের আনসার নিচে দিয়ে দিচ্ছি।
শুরুতেই আমি উপরে আপনাদেরকে বলেছি যে ব্লগ ওয়েবসাইট থেকে বিভিন্ন মাধ্যমে টাকা আয় হয়। তবে সবচাইতে জনপ্রিয় এড নেটওয়ার্ক। তাই আমরা এড নেটওয়ার্কের ক্যালকুলেশন করে থাকলে।
প্রতি মাসে আপনি বাংলা ব্লগ ওয়েবসাইট থেকে ৪০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারবেন।
আর আপনার ব্লগ ওয়েবসাইটটি যদি ইংলিশ হয়ে থাকে এবং বাহিরের কান্ট্রি ভিজিটর ভিজিট করে থাকে সেক্ষেত্রে আপনি এক থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত প্রতি মাসে ব্লগ ওয়েবসাইট থেকে আয় করতে পারবেন।
অবিশ্বাস্য হলেও এই ইনফরমেশনটি সত্য। লাইফ প্রমাণ দেখতে নিচের ভিডিওটি দেখুন 👇
ব্লগ ওয়েবসাইট থেকে সফল হওয়ার জন্য লক্ষণীয় বিষয়?
একটি ব্লগ তৈরি করার পর্বে এই লক্ষ্য নিয়ে বিষয়গুলোকে অবশ্যই আপনার মাথায় রাখতে হবে। তা না হলে আপনি কষ্ট করলেন সফলতা পাবেন না পরে ব্যর্থ হবেন। এজন্য এই লক্ষণীয় বিষয় অর্থাৎ আপনার অভিজ্ঞতার বিষয়গুলি আগে থেকে জানা ভালো।
- অবশ্যই আপনার লেখালেখির অভিজ্ঞতা না থাকলেও লেখালেখি করার নেশা থাকতে হবে। শুধুমাত্র টাকা ইনকাম করার জন্য লেখালেখি করতে চাইলে আপনি সফল হবেন না।
- কম্পিউটার অথবা ভালো কনফিগারেশনের মোবাইল ডিভাইস থাকতে হবে।
- প্রতিদিন মিনিমাম একটি এক হাজার থেকে দুই হাজার ওয়ার্ডের ব্লগ পোস্ট লেখার সময় এবং ধৈর্য থাকতে হবে।
উপরের এ কয়টি বিষয় ছাড়াও আমার কাছে আমার অভিজ্ঞতা থেকে মনে হয়, ব্লগ ওয়েবসাইট থেকে সফল হওয়ার জন্য লক্ষণীয় এবং অভিজ্ঞতা থাকা দরকার আপনার ধৈর্যের। আপনি ধৈর্যশীল ব্যক্তি হয়ে থাকলেই শুধু মাত্র এই প্ল্যাটফর্ম থেকে সফল হতে পারবেন। তাই ব্লগ সাইড তৈরি করার পূর্বে উপরের এই বিষয়গুলি লক্ষ্য করে আপনি শুরু করুন।
ব্লগ ওয়েবসাইটে কারা সফল হবে না?
আমার ১০ বছরের ব্লগ সাইট লেখালেখির অভিজ্ঞতা থেকে একটা বিষয় দেখেছি তারা সফল হয়নি যারা হুট করে অনলাইন থেকে টাকা আয় করতে চায়। হুট করে কাজ শুরু করে যদি টাকা আয় করার কথা মাথায় থেকে থাকে তাহলে আপনি ব্লগিং ওয়েবসাইট তৈরি করবেন না এটা আমার ব্যক্তিগত রিকুয়েস্ট 🙏। কারণ কোন প্লাটফর্ম থেকে হুট করে অনলাইনে টাকা আয় করা যায় না। তবে হ্যাঁ যায় সেগুলি পার্মানেন্ট না আপনি লসের সম্মুখীন হবে জুয়ার সাইট- ব্যাটিং সাইট এই সকল থেকে।
ব্লগ সাইটে নিস কি?
অনেকে এই শব্দটির সঙ্গে পরিচিত না, আবার অনেকে পরিচিত কিন্তু অনেকেই জানেনা নিস শব্দের অর্থটি কি?
নিস হচ্ছে আপনার ব্লগ সাইটের টপিক বা নির্বাচনী বিষয় সহজ ভাবে বললে ক্যাটাগরি বলা যেতে পারে।
অর্থাৎ বাংলাদেশে অনেক ধরনের ক্যাটাগরিতে লেখালেখি করা যায় যেমন – খেলাধুলা বিষয়, পড়াশোনা বিষয়, স্বাস্থ্য সম্পর্কিত বিষয়, ইসলাম সম্পর্কিত বিষয়, গান বাজে না বিষয়, আইটি বিষয় এছাড়াও অসংখ্য বিষয় রয়েছে এই বিষয়গুলোকেই নিস বলা হয়।
শুরুতে কি নিস বাছাই করবেন?
শুরুতে আমি বলব আপনি যেকোনো ধরনের নিস কে বাছাই করুন যে নিসটি আপনার কাছে প্রিয়। অর্থাৎ আপনি যে টপিক কে ভালোবাসেন পড়তে লিখতে সেই টপিক নির্বাচন করুন। তাহলে আপনি দেখবেন সেই টপিক সম্পর্কে লেখালেখি করতে আপনার নিজেরও ভালো লাগা কাজ করবে।যে কাজে ভালোলাগা ভালোবাসা থাকবে না সেই কাজের সফলতাও থাকবে না এটাই স্বাভাবিক।
কিভাবে কোথা থেকে শুরু করব?
উপরের বিষয় থেকে এখন আপনি জেনে গিয়েছেন ব্লগার ওয়েবসাইট কি? কোন বিষয় নিয়ে ব্লগার ওয়েবসাইটে কারা এগোতে পারবে।কিন্তু কোথা থেকে শুরু করব এই বিষয়ে জানিনা। এখন আমি আপনাদেরকে বলবো কিভাবে কোথা থেকে ব্লগ সাইট তৈরি করে কাজ শুরু করবেন।
প্রথমে আপনি যদি blogger.com এই প্লাটফর্ম থেকে ব্লগার সাইট তৈরি করে কাজ শুরু করতে চান? তাহলে এই প্লাটফর্মে একটি অ্যাকাউন্ট তৈরি করে ।তাদের প্রয়োজনীয় রিকোয়ারমেন্ট গুলো ফিলাপ করে, একটি অ্যাকাউন্ট তৈরি করে ওয়েবসাইট তৈরি করে ফেলুন।যদি বিস্তারিত বিষয়টি দেখতে চান তাহলে নিচের ভিডিওটি অনুসরণ করুন 👇
Wordprees.org এই প্লাটফর্ম দিয়ে যদি শুরু করতে চান ব্লগার ওয়েবসাইট তৈরি করা। তাহলে এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করে এই অ্যাপ্লিকেশনটি আপনি ডাউনলোড করুন। পাশাপাশি অবশ্যই ডোমেইন এবং হোস্টিং ক্রয় করুন ডোমেইন এবং হোস্টিং বিশ্বস্ত কোম্পানী থেকে। এরপর আপনি আপনার ব্লগ সাইটে একটি থিম আপলোড করে, কাস্টমাইজেশন করে আপনি আপনার ব্লগ আছে তৈরি করে ফেলুন।বিস্তারিত ভিডিও আকারে স্টেপ বাই স্টেপ পেতে নিচের ভিডিওটি অনুসরণ করুন 👇
ব্লগ ওয়েব সাইট তৈরি করা সম্পর্কিত প্রশ্ন উত্তর
একটি ব্লগ সাইট তৈরি করতে কতদিন সময় লাগে?
এটা আপনার অভিজ্ঞতার উপরে নির্ভর করে এরপরেও আপনি চাইলে একদিনেও একটি ব্লগ আছে তৈরি করতে পারবেন।
ব্লগ ওয়েবসাইট থেকে কতদিন পরে টাকা আয় হয়?
এটা নির্দিষ্ট করে বলা যাবে না তবে মিনিমাম ১০ থেকে ১৫ দিন প্রয়োজন হবে।
ব্লগ সাইট তৈরি করতে কোন অভিজ্ঞতা লাগে?
অভিজ্ঞতার কোন দরকার নেই তবে, সাধারণ বিষয়ে অবশ্যই অবগত থাকবে অর্থাৎ সাধারণ কম্পিউটার পরিচালনা করার অভিজ্ঞতা থাকতে হবে।
ব্লগ, ব্লগার,ব্লগ ওয়েবসাইট কি?
১৯৯৭ তাহলে ব্লগ শব্দটি আছে ব্লগ ওয়েবের সঙ্গে। আর ওয়েবব্লগের জন্মদাতা হচ্ছে জন বার্গার। আর ১৯৯৯ সালে একজন ব্লগ সাইটের প্রতিষ্ঠাতা রসিকতা করে ব্লগ বলে তারা ওয়েবসাইটকে সম্বোধন করে। থেকে ব্লগ সাইটকে ব্লগ বলে দাপিয়ে বাড়াচ্ছে পুরো বিশ্ব।
আশা করছি আপনি ব্লগ সাইট তৈরি করা পূর্বে উপরের এই সকল বিষয় সম্পর্কে অবগত থাকলেই ইনশাল্লাহ এসব বিষয় মেনে কাজ করলে সফল হবেন।
এছাড়াও ব্লগ সাইট সম্পর্কিত আরো সকল বিষয় জানতে আমাদের ওয়েবসাইটটি সাবস্ক্রাইব করে রাখুন এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওগুলো দেখবেন।আমরা এই ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে ব্লগ সম্পর্কিত সব ধরনের ভিডিও এবং লেখালেখি প্রকাশ করে থাকি।
আপনার জন্য আরো প্রয়োজনীয় পোস্ট সমূহ –
ওয়েবসাইটের জন্য Backlink Website List এবং ভিডিও টিউটোরিয়াল ফ্রি প্রফাইল ব্যাকলিংক ওয়েবসাইট লিস্ট ব্লগার ওয়েবসাইট পেজ স্পিড অপটিমাইজেশন এইচটিএমএল ফাইল