ফ্রিতে ওয়েবসাইটে ভিজিটর বাড়ানোর উপায়

Rate this post

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনারা যারা নতুন ব্লগ সাইট তৈরি করেছেন কিন্তু কোন ভাবে আপনি আপনার ব্লগ ওয়েবসাইটে ভিজিটর তুলনামূলক ভাবে নিয়ে আসতে পারছেন না। আজকের এই আর্টিকেল শুধুমাত্র তাদের জন্য।

আজকের পোস্টে আপনি জানতে পারবেন, কোন টেকনিক ব্যবহার করে নতুন একটি ব্লগ ওয়েবসাইটে প্রচুর পরিমাণে ফ্রিতে ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসবেন। সেই সম্পর্কে বিস্তারিত।

অর্থাৎ একটি ব্লগ ওয়েবসাইটে পোস্ট করার পর কি কি কাজ করবেন, কোন বিষয়গুলি লক্ষ্য করলে প্রতিদিন ফ্রিতে আপনি ওয়েবসাইট ভিজিটর নিয়ে আসতে পারবেন পাশাপাশি আপনার পোস্টটি গুগলে র‍্যাংক করবে এবং দিন দিন এই নিয়ম অনুসরণ করে আপনার ওয়েবসাইটের ডোমেইন বৃদ্ধি পাবে সেই সম্পর্কে বিস্তারিত।

আশা করছি আপনারা যারা একদমই নতুন ব্লগ সাইট তৈরি করেছেন অথবা কিছুদিন হচ্ছে আপনি কাজ করছেন। তারা একটি ব্লগ পোস্ট করার পর সেই পোস্টটি নিয়ে কত দিন যাবত এবং কোন কোন প্লাটফর্মে কাজ করবেন আজকের এই পোস্টটিতে সম্পূর্ণ প্যাকেজ এ বিষয়টি জানতে পারবেন।

আমি আমার ব্লগ ওয়েবসাইট নিয়ে কাজ করার দীর্ঘ বছরের এই অভিজ্ঞতা আজকে শেয়ার করব। আশা করছি আপনারা এই নিয়মটি অনুসরণ করলে সাত থেকে তিরিশ দিনের মধ্যে আপডেট দেখতে পাবেন।

আর সবচাইতে বড় কথা, নতুন একটি ব্লগ সাইটে পোস্ট করার পর, এ বিষয়টি অগোছালোভাবে আমরা অনেকেই জানি। অর্থাৎ বিভিন্ন ভিডিও দেখে বিভিন্ন ব্লগ পোস্ট পড়ে আমরা বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবেই কাজগুলো করে থাকি। তাই শুধুমাত্র আপনাদের কথা বিবেচনা করে সম্পূর্ণ এই প্যাকেজে অর্থাৎ কি কি করণীয় একটি ব্লগ সাইটে নতুন পোস্ট করার পর এ বিষয়টি নিচে আলোচনা করছি 👇

ব্লগ সাইটে ভিজিটর বাড়ানোর উপায় সমূহ :-

শুরুতেই বলেছি নিচে যে সকল মাধ্যম দেখাবো এই সকল মাধ্যম মাত্র পোস্ট করার পর করণীয়। অর্থাৎ পোস্ট করার সময় যে সকল Seo এবং ব্লগ পোস্ট Google এর প্রথম পেজে নিয়ে যাওয়ার যে সকল মাধ্যম রয়েছে সেই সকল মাধ্যম মেনটন করে যখন আপনি আপনার ব্লগ সাইটে পোস্ট করবেন সেই পোস্টটি নিয়ে যে কাজ করবেন তা নিচে আলোচনা করছি।

#Google My Business :-

একটি নতুন ব্লগ সাইট তৈরি করার পর অবশ্যই ব্লগ ওয়েবসাইটটিকে গুগল মাই বিজনেস এর সঙ্গে যুক্ত করতে হবে।গুগল মাই বিজনেস এর সঙ্গে ওয়েবসাইট কিভাবে যুক্ত করবেন কিভাবে সহজে Approve পাবেন সে বিষয়ে জানতে এই লিংকটি ভিজিট করুন।

এরপর আপনি আপনার ব্লগ সাইটে যে পোস্ট করবেন, সেই পোষ্টের ইউআরএল কপি করে এবং পোস্টের টাইটেল দিয়ে গুগল মাই বিজনেস এ পোস্ট করবেন।

আশা করছি এই মাধ্যমটি অবলম্বন করলে আপনি অর্গানিক গুগলের প্রচুর ভিজিটর পাবেন পাশাপাশি আপনার পোস্টে একটি Backlink তৈরি হবে। এবং দিন দিন আপনার ব্লগ সাইট গুগল রেংকিং এ যাবে।ফ্রিতে ওয়েবসাইটে ভিজিটর বাড়ানোর উপায়

# Quora :-

এই সাইটিতে কি পরিমান ভিজিটর আসে এটা আপনারা যারা এই ওয়েবসাইট সম্পর্কে জানেন তারা তো জানেন। আর যারা জানেন না তাদেরকে শুধু একটি ইনফরমেশন দিতে চাই এই সাইটে প্রতি মাসে মিনিমাম ১.৯মিলিয়ন অর্গানিক ভিজিটর ভিজিট করে। ভেবে দেখুন আপনি যদি এই সাইটে আপনার ব্লগ পোষ্টের ইউআরএল সাবমিট করেন,তাহলে কি পরিমান ভিজিটর পাওয়ার সম্ভাবনা আছে এবং আপনার ওয়েবসাইটের গুগলের রেংকিং কোথায় গিয়ে দাঁড়াবে। যাই হোক সে সকল বিষয়ে আর বলছিনা। আপনার ব্লগ ওয়েবসাইটে পোস্ট করার পর সেই পোষ্টের দুইটি মাধ্যমে ব্যবহার করবেন।

১.আপনার পোষ্টের টাইটেলের কিওয়ার্ড লিখে Quora তে সার্চ করবেন,

আপনার সামনে অসংখ্য পোস্ট চলে আসবে ঠিক সেই পোস্টগুলো কমেন্টস করবেন। সেই পোস্টে কমেন্টস গুলো ঠিক কিছু লিখে দিয়ে সেখানে আপনার পোষ্টের লিংক আপনি যুক্ত করে দিবেন।

২.মঞ্চ তৈরি করে

আপনার ব্লগ সাইটের মত  সুন্দরভাবে একটি মঞ্চ আপনি তৈরি করবেন এই সাইটে। এরপর আপনার তৈরি করা এই মঞ্চতে আপনার ব্লগ সাইটে পোস্টটি সাবমিট করবেন।

আশা করছি দুটি মাধ্যমে ব্যবহার করলে আপনি প্রচুর পরিমাণে এখান থেকে আপনার ব্লগ সাইটে ভিজিটর নিয়ে যেতে পারবেন।

কিভাবে Quora তে ব্লগ সাইটে পোস্টটি নিয়ে কাজ করবেন সে বিষয়ে আরো বিস্তারিত ভিডিও আকারে পেতে হলে। অবশ্যই এই পোস্টের কমেন্টসে জানিয়ে দিন।ফ্রিতে ওয়েবসাইটে ভিজিটর বাড়ানোর উপায়

# Face book Page:-

আপনার ব্লগ পোস্ট করার পর সেই পোস্টটি ইউআরএল এবং হেডলাইন বা টাইটেল কপি করে ফেসবুক পেজে পাবলিস্ট করুন বা পোস্ট করুন।

অবশ্যই সুন্দর ভাবে প্রফেশনাল  ভাবে আপনার ওয়েবসাইটের নামে একটি ফেসবুকের পেজ তৈরি করে নিবেন। এবং চেষ্টা করবেন আপনার ফেসবুক পেজটি যে ক্যাটাগরির সেই ক্যাটাগরি সিলেক্ট করে ৫-১০হাজার ফেসবুক একটিভ ফলোয়ার বুস্টের মাধ্যমে নিয়ে আসবেন।

*আমাদের সঙ্গে গুগল নিউজ যুক্ত থাকতে ক্লিক করুন *

পরবর্তীতে আপনি দেখবেন সেই ফেসবুক পেজ থেকেও আপনি প্রচুর ট্রাফিক আপনার ওয়েবসাইটে নিয়ে আসতে পারছেন।

বলে রাখা ভালো যে আপনার পোস্টটি facebook পেজ থেকে এক জনেও যদি কখনো না পড়ে, না লাইক দেয়, না কমেন্টস করে তবুও আপনি রেগুলার ভাবে এই কাজটি করে যাবেন। কারণ এখানে পোস্টের একটি backlink তৈরি হবে। আর এই backlink আপনার পোস্টটিকে গুগলের প্রথম পেজে নিয়ে যেতে সাহায্য করবে।ফ্রিতে ওয়েবসাইটে ভিজিটর বাড়ানোর উপায়

#Linkedin:-

আপনার ওয়েবসাইটে পোস্ট করার পর সেই পোস্টের টাইটেল এবং পোস্টের ইউআরএল কপি করে Linkedin এখানেও আপনি সাবমিট করে, প্রচুর ট্রাফিক আপনার নিয়ে আসতে পারবেন।

প্রথমে আপনার ব্লগ সাইটের নামে একটি সুন্দর রুচিশীল প্রফেশনাল একাউন্ট তৈরি করুন এবং আপনার ব্লগ সাইটের পোস্ট করার পর সেই পোস্টটি এই ওয়েবসাইটে লিংক যুক্ত করে পোস্ট করুন।এই মাধ্যমটি অবলম্বন করলে আপনি ভিজিটর পাবেন সঙ্গে একটি ব্যাকলিংক তৈরি হবে।ফ্রিতে ওয়েবসাইটে ভিজিটর বাড়ানোর উপায়

#Twitter :-

এই জনপ্রিয় সোশ্যাল মিডিয়া সাইট থেকেও প্রচুর ভিজিটর আপনার ব্লগ সাইটে নিতে পারবেন। এই কাজ করার জন্য শুরুতেই এই ওয়েবসাইটে আপনার ব্লগ সাইটের নামে সুন্দর সাবলীল প্রফেশনাল একটি অ্যাকাউন্ট তৈরি করুন। এরপর আপনার ব্লগ সাইটে করা পোষ্টের ইউআরএল এবং টাইটেল কপি করে নিয়ে এই সাইটে পাবলিস্ট করুন।

আপনার এই পোস্টটি কেউ পড়ুক অথবা না পড়ুক আপনি ধারাবাহিকতা ঠিক রেখে পোস্ট করে যাবেন। আপনি নিজে পরবর্তীতে এর রেজাল্টটি দেখতে পাবেন।ফ্রিতে ওয়েবসাইটে ভিজিটর বাড়ানোর উপায়

#tumblr:-

বর্তমানে এই ওয়েবসাইটটি খুবই জনপ্রিয় প্রতি মাসে সাইটে অর্গানিক ১৯১.১মিলিওন ট্রাফিক আসে।

এই সাইটেও আপনি আপনার ব্লগ ওয়েবসাইটের নামে একটি একাউন্ট তৈরি করবেন। এরপর আপনার ব্লগ সাইটে করা পোস্টের ছবি, ইউআরএল এবং ব্লগ টাইটেল নিয়ে এসে এই ওয়েবসাইটে পোস্ট করবেন। আশা করছি,এই মাধ্যমে ভিজিটর পাবেন পাশাপাশি আপনার ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক হবে এবং সাইটের ডোমেইন অথরিটি বৃদ্ধি পাবে।

কিভাবে tumblr অ্যাকাউন্ট তৈরি করবেন, কিভাবে পোস্টগুলি দিবেন সহজে এবং সাধারণ ভাবে সে বিষয়েই জানতে চান তাহলে পোস্ট কমেন্টসে জানিয়ে দিন।ফ্রিতে ওয়েবসাইটে ভিজিটর বাড়ানোর উপায়

#Reddit:-

Quora ওয়েবসাইটের মতই এটিও একটি জনপ্রিয় ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকে প্রতিমাসে লাখ লাখ ট্রাফিক আপনার ওয়েবসাইটে নিতে পারবেন। এই সাইটি ইন্টারন্যাশনাল তাই বাইরের কান্ট্রি ট্রাফিক গুলো আপনার ওয়েবসাইটে নিয়ে আসতে পারবেন।

এই ওয়েবসাইট থেকে ট্রাফিক নেওয়ার জন্য প্রথমে আপনাকে এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে।এরপর আপনার ব্লগ ওয়েবসাইটে পোস্ট করা পোস্টের লিংক গুলো নিয়ে এসে,সেই সম্পর্কিত অনেক প্রশ্ন রয়েছে সে প্রশ্নগুলোতে আপনি উত্তর দিয়ে লিংক যুক্ত করে দিবেন।

পাশাপাশি আপনার প্রোফাইল থেকেও আপনি আপনার ওয়েবসাইটের পোস্ট এর কিছু অংশ লিখে বিস্তারিত পড়ুন বলে সেখানে লিঙ্ক যুক্ত করে সাইটে ট্রাফিক নিয়ে আসতে পারবেন।আরো বিস্তারিত জানতে চাইলে অবশ্যই পোস্টের কমেন্টসে জানাবেন।ফ্রিতে ওয়েবসাইটে ভিজিটর বাড়ানোর উপায়

#Instagram :-

ফেসবুকের মতই সোশ্যাল মিডিয়ার বড় একটি প্ল্যাটফর্ম instagram। ইনস্টাগ্রাম থেকেও আপনি আপনার ওয়েবসাইটে প্রচুর পরিমাণে ট্রাফিক প্রতিদিন নিয়ে আসতে পারবেন। এজন্য আপনাকে যে কাজটি করতে হবে আপনার ওয়েবসাইটের নামে একটি ইনস্টাগ্রাম একাউন্ট তৈরি করুন। এবং সে একাউন্ট থেকে আপনার ব্লগ পোস্টগুলি এখানে পোস্ট করুন।ফ্রিতে ওয়েবসাইটে ভিজিটর বাড়ানোর উপায়

#WhatsApp channel :-

বর্তমান সময়ে WhatsApp চ্যানেলের মাধ্যমে প্রচুর পরিমাণে ট্রাফিক আপনি আপনার ব্লগ সাইটে নিয়ে আসতে পারবেন।

এজন্য বর্তমান সময়ে নতুন একটি আপডেট হোয়াটসঅ্যাপ চ্যানেল এই চ্যানেল তৈরি করে খুব সহজে আপনি এখানে ফলোয়ার যুক্ত করে আপনার ব্লগ সাইটে পোস্টগুলো এই চ্যানেলে পাবলিস্ট করে প্রচুর পরিমাণে ট্রাফিক আপনার ব্লগ সাইটে নিয়ে আসতে পারবেন।

আপনারা যদি কিভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে হোয়াটসঅ্যাপ চ্যানেল তৈরি করবেন সে বিষয়ে জানতে চাইলে অবশ্যই পোস্টের কমেন্টসে জানিয়ে দিবেন।

১০# Post Backlink:-

একটি ব্লগ সাইটে পোস্ট করার পর। উপরের এই নয়টি মাধ্যমে কাজ কমপ্লিট হয়ে গেলে। সেই পোস্টের লিংক দিয়ে আপনি ব্যাকলিংক তৈরি করবেন মিনিমাম ২০-৩০ টি।বর্তমানে অনেক ফ্রী ওয়েব সাইট আছে যেখানে আপনি আপনার ব্লগ ওয়েবসাইটের পোস্টগুলো সাবমিট করতে পারবেন লিংক সহকারে। এই সকল ওয়েবসাইটের যদি আপনার লিংকগুলি প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই পোস্ট কমেন্টসে জানাবেন।

 ১১# Pinterest

পিন্টারেস্ট কি পরিমাণ ট্রাফিক নিয়ে আসার জনপ্রিয় একটি ওয়েবসাইট আপনি চিন্তা করতে পারবেন না। অনেকেই ভাবে প্রিন্টারেস্টের মাধ্যমে শুধুমাত্র ফটো বিজনেস এই সকল কাজে পিন্টারেস্ট ওয়েবসাইট ব্যবহার হয়।এ সকল কাজের পাশাপাশি একটু টেকনিক ব্যবহার করে ব্লগ আর সাইটের অর্গানিক ট্রাফিক ও আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে নিয়ে আসতে পারবেন।

প্রথমে আপনি ইন্টারেস্ট অফ সাইটে প্রবেশ করবেন একই অ্যাকাউন্ট তৈরি করবেন এরপর আপনার ওয়েবসাইটের নামে ইন্টারেস্ট প্রোফাইল থেকে কন্টিনিউ আপনার ব্লগ আর সেটে পোস্টগুলি কপি করে সেগুলি এখানে আবার পেস্ট করে আপনার লিংক যুক্ত করে দিবেন। তাহলে আপনি নিজে দেখতে পাবেন যে প্রতি মাসে প্রতিদিন কি পরিমান ভিজিটর প্রিন্টার্স থেকে আপনার ব্লগ সাইট ভিজিট করছে। এবং সেখান থেকে অর্গানিক ট্রাফিক এবং আপনার আর্নিং বৃদ্ধি করতে পারছেন।ফ্রিতে ওয়েবসাইটে ভিজিটর বাড়ানোর উপায়

উপরের মাধ্যম অবলম্বন করলে কতদিন পরে থেকে রেজাল্ট পাব?

দেখুন এগুলিতে আপনি যদি একটিভ ফলোয়ার মেম্বার এ সকল বেশি দ্রুত যুক্ত করতে পারেন তাহলে খুব দ্রুত আপনি আপনার ওয়েবসাইটে প্রচুর পরিমাণে ভিজিটর নিয়ে যেতে পারবেন। এছাড়াও এই সকল মাধ্যমে কিন্তু Boost এর মাধ্যমে ফলোয়ার মেম্বার একটিভ যুক্ত করা যায়।  এভাবেও আপনি আপনার এই প্রোফাইলগুলিতে ফলোয়ার মেম্বার যুক্ত করে নিতে পারেন

এছাড়াও ব্যাক লিঙ্কের মাধ্যমে তো আপনার ফ্রিতে ওয়েবসাইটে ডোমেইন অথরিটি বৃদ্ধি হবেই।অতএব এই মাধ্যম অবলম্বন করলে আপনার লস নেই।

ধন্যবাদ সবাইকে কষ্ট করে পোস্ট পড়ার জন্য, আপনারা ব্লগ ওয়েবসাইট সম্পর্কিত সব ধরনের তথ্য পেতে আমাদের এই ব্লগারটি সাবস্ক্রাইব করে রাখুন। এছাড়াও এই ব্লগ ওয়েবসাইট রিলেটেড ইউটিউব চ্যানেল ফেসবুক হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছুতে যুক্ত থাকুন।

উপরের সম্পূর্ণ বিষয়টি আরো সহজ এবং সঠিকভাবে বুঝতে নিচের ভিডিওটি অনুসরণ করুন 👇

আপনার জন্য আরো প্রয়োজনীয় পোস্ট সমূহ –

ওয়েবসাইটের জন্য Backlink Website List এবং ভিডিও টিউটোরিয়াল

ফ্রি প্রফাইল ব্যাকলিংক ওয়েবসাইট লিস্ট

ব্লগার ওয়েবসাইট পেজ স্পিড অপটিমাইজেশন এইচটিএমএল ফাইল

ব্লগ ওয়েবসাইট তৈরি করে নিয়ে মাসে ৬০-৭০ হাজার টাকা আয় করুন

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মো: সানাউল বারী পেশায় একজন ব্লগার এবং ইউটিউব ও ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর।

পোস্টটি শেয়ার করুন -:

Leave a Comment