ফ্রিতে গুগলে ব্লগ পোস্টের র‍্যাংকিং চেক করার উপায়

2/5 - (2 votes)

আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন। আপনি যদি নতুন ব্লগ সাইট তৈরি করে থাকেন অথবা ওয়েবসাইট নিয়ে কাজ করছেন অথবা কাজ করার কথা ভাবছেন?আজকের এই পোস্টটি সম্পূর্ণ আপনার জন্য আজকের এই পোস্টে আপনি জানতে পারবেন,কিভাবে সহজে উপায়ে ফ্রিতে গুগলে ব্লগ পোস্ট র‍্যাংকি চেক করবেন সে বিষয়ে বিস্তারিত।

অর্থাৎ সহজভাবে কোন মাধ্যম গুলো ব্যবহার করে,আপনি আপনার ব্লগ সাইটে করা পোস্টগুলো অথবা কম্পিটিটরের বা  ক্লায়েন্টের করা পোস্টগুলো গুগলের র‍্যাংকিংয়ে কত নাম্বারে আছে তা চেক করবেন।

*আমাদের সঙ্গে গুগল নিউজ যুক্ত থাকতে ক্লিক করুন *

আপনারা সকলে জানেন ব্লগ সাইটের প্রাণ বলা হয় ব্লগ সাইটের কন্টেন্ট বা পোস্টগুলোকে।আর এই পোস্টগুলি যদি গুগলের প্রথম পেজে র‍্যাংক না করে তাহলে আপনার কষ্ট করে ব্লগ পোস্ট করে কোন লাভ নেই।

এজন্য অবশ্যই পোস্ট করার পর অথবা কম্পিটিটর বা ক্লায়েন্টের ওয়েবসাইটের পোস্টগুলো গুগল র‍্যাংকিং কত নাম্বারে আছে তা জানা আমাদের জন্য জরুরী।

ব্লগ পোস্ট র‍্যাংকিং চেক করার উপায়

আজকে আমি আপনাদেরকে তিনটি মাধ্যমে Google এ ব্লগ পোস্ট র‍্যাংকিং চেক করার মাধ্যম সম্পর্কে জানাবো। যা একজন নতুন ব্লগ সাইটের অনার হিসেবে আপনাকে সাহায্য করবে।

প্রথম -ম্যানুয়ালি ব্লগ পোস্ট র‍্যংকিং চেক করা #

ম্যানুয়াল ভাবে র‍্যাংক চেক করতে প্রথমে আপনি আপনার পোস্টের “মূল কিওয়ার্ডটি“কপি করে নিন।এরপর সেই কিওয়ার্ড দিয়ে “গুগোল সার্চ” করুন ।

গুগলের ফার্স্ট পেজ আপনার সামনে চলে আসবে সেখান থেকে আপনি ম্যানুয়ালি ভাবে আপনার ব্লগ পোস্টটি কোন পজিশনে আছে তা কাউন্ট করে জেনে নিতে পারবেন, আপনার সাইটে ব্লগ পোস্টটি কত নাম্বার পজিশনে গুগলে রয়েছে।

নিচের স্ক্রিনশটটি লক্ষ্য করুন –ফ্রিতে গুগলে ব্লগ পোস্টের র্যাং কিং চেক করার উপায়

দ্বিতীয় – ফ্রি অথবা পেইড টুলসের সাহায্যে #

টুলস এর সাহায্যে ব্লগ পোস্ট এর রেংকিং পজিশন চেক করার জন্য শুরুতেই গুগলে যাবেন এবং সার্চ করুন ” https://ahrefs.com/keyword-rank-checker ” আপনার সামনে Ahrefs” এই কোম্পানির এসইও টুলস এর ওয়েবসাইট ওপেন হবে।

এরপর নিচের ছবির মত একটি উইন্ডো আপনার সামনে চলে আসবে।এখানে আপনি আপনার ব্লগ পোষ্টের যে কিওয়ার্ড  বা পোস্ট এর রেংকিংটি চেক করতে চাচ্ছেন সে ব্লগ পোষ্টের মূল কিওয়ার্ড টি প্রথমে দিয়ে নিন।পরবর্তীতে আপনার ওয়েবসাইটের ইউআরএল দিয়ে।এরপর কোন কান্ট্রি থেকে চেক করতে চাচ্ছেন সেই কান্ট্রি বাছাই করুন।এরপর সার্চঅপশনের উপরে ক্লিক করে দিন।

ফ্রিতে গুগলে ব্লগ পোস্টের র্যাং কিং চেক করার উপায়

কিছুক্ষণের মধ্যে আপনার এই কীওয়ার্ড  গুগল রেংকিং কোন পজিশনে আছে তা নিচের ছবির মত এরকম চলে আসবে।

ফ্রিতে গুগলে ব্লগ পোস্টের র্যাং কিং চেক করার উপায়

আশা করছি এই মাধ্যমে আপনারা পেইড অথবা ফ্রি টুলস এর সাহায্যে খুব সহজে আপনার ব্লগ পোস্টের রেংকিং পজিশন চেক করতে পারবেন।

এছাড়াও আরো অসংখ্য ওয়েবসাইট রয়েছে যেই ওয়েবসাইটের মাধ্যমে বা টুলস এর মাধ্যমে আপনারা আপনাদের ব্লগ সাইটের পোস্টের রেংকিং চেক করতে পারবেন।

তৃতীয় – গুগল এক্সটেনশন এর সাহায্যে পোস্ট র‍্যাংক চেক #

এটিও একটি জনপ্রিয় এবং সহজ মাধ্যম।সম্পূর্ণ ফ্রিতে গুগলের একটি এক্সটেনশন যুক্ত করে আপনি যেকোনো পোষ্টের কিওয়ার্ড এর রেংকিং পজিশন চেক করতে পারবেন।

প্রথমে আপনার রাউজারে গুগল এক্সটেনশন টি যুক্ত করে নিতে হবে, এজন্য গুগলে গিয়ে সার্চ করুন ” https://chrome.google.com/webstore/detail/google-rank-checkerkeywor/hcghkofiggmpkedhjkpnpmaimfbbgfdo  ” এরপরে আপনার সামনে এক্সপেকশনটি চলে আসবে আপনি আপনার ব্রাউজারে যুক্ত করে নিন।

এখন আপনি যে কিওয়ার্ডের রেংকিং পজিশন চেক করতে চাচ্ছেন সেই কিওয়ার্ড দিয়ে গুগলে সার্চ করুন। এখন আপনার এক্সটেনশনটি অন করে দিন। কিছুক্ষণের মধ্যেই আপনি কিওয়ার্ডের রেংকিং পজিশন গুলো সম্পূর্ণ দেখতে পাবেন পাশাপাশি ওয়েবসাইটের নাম এবং এই পোস্টের ইউআরএলটিও দেখতে পাবেন।ফ্রিতে গুগলে ব্লগ পোস্টের র্যাং কিং চেক করার উপায়

আশা করছি এই মাধ্যমটি আরো সহজ হবে ।এই মাধ্যমটি ব্যবহার করেও আপনার ব্লগ পোস্টের অথবা যে কারোর ব্লগ সাইটের পোস্টের Google এর রেংকিং পজিশন সহজে চেক করতে পারবেন।

ব্লগ পোস্টের রেংকিং পজিশন চেক করা কি পরিমান গুরুত্বপূর্ণ এটা আপনি ব্লগ সাইটে কাজ করলে আস্তে আস্তে বুঝতে পারবেন।

আশা করছি আপনি নতুন অথবা পুরাতন এ বিষয়টি না জানা থাকলে এই উপরের তিনটি মাধ্যম ব্যবহার করে সহজেই এই বিষয় থেকে উপকৃত হবেন।

উপকৃত হয়ে থাকলে অথবা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পোস্টের কমেন্টসে জানিয়ে দিবেন এছাড়াও এই পোস্ট সম্পর্কিত কোন জিজ্ঞাসা থাকলে অবশ্যই সে বিষয়টিও কমেন্টস করবেন। আমরা যথাসাধ্য আপনার এই সমস্যাটি সমাধান করার চেষ্টা করব।

উপরের এই মাধ্যম বা পোস্ট থেকে কোন বিষয় বুঝতে অসুবিধা হলে অবশ্যই নিচে থাকা ভিডিওটি দেখে নিবেন 👇

আপনার জন্য আরো 

আপনার জন্য আরো প্রয়োজনীয় পোস্ট সমূহ –

ওয়েবসাইটের জন্য Backlink Website List এবং ভিডিও টিউটোরিয়াল

ফ্রি প্রফাইল ব্যাকলিংক ওয়েবসাইট লিস্ট

ব্লগার ওয়েবসাইট পেজ স্পিড অপটিমাইজেশন এইচটিএমএল ফাইল

ব্লগ ওয়েবসাইট তৈরি করে নিয়ে মাসে ৬০-৭০ হাজার টাকা আয় করুন

গুগলে ব্লগ পোস্ট র‍্যাংক করার নতুন টেকনিক (১০০% কার্যকরী)

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মো: সানাউল বারী পেশায় একজন ব্লগার এবং ইউটিউব ও ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর।

পোস্টটি শেয়ার করুন -:

Leave a Comment