ব্লগ ওয়েবসাইট তৈরি করে নিয়ে মাসে ৬০-৭০ হাজার টাকা আয় করুন

4.5/5 - (8 votes)

আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন। আপনি যেহেতু এই সার্ভিসটি ওপেন করেছেন তাহলে ধরেই নেওয়া যায় যে আপনি ব্লগ ওয়েবসাইট তৈরি করে টাকা আয় করতে ইচ্ছুক। তাই আপনার স্বপ্নকে বাস্তবে পরিণত করতে আমরাই তৈরি করে দিচ্ছি ওয়ার্ডপ্রেস দিয়ে ব্লগ ওয়েবসাইট।

অবশ্যই সম্পূর্ণ আর্টিকেলটি পড়ে বুঝে তারপর অর্ডার করার অনুরোধ রইল 🙏

একটি ব্লগ ওয়েবসাইট থেকে মাসে কত টাকা আয় করা সম্ভব?

দেখুন আপনি একটি ওয়ার্ডপ্রেস দিয়ে ব্লগ সাইট তৈরি করে কত টাকা প্রতি মাসে আয় করতে পারবেন সে বিষয়টি অবশ্যই আপনার জানা প্রয়োজন রয়েছে। আমার ১২ বছর ব্লগ ওয়েবসাইট তৈরি করে আয় করার অভিজ্ঞতা থেকে। একটি ব্লগওয়েবসাইট থেকে প্রতি মাসে ৪০ থেকে ৫০ হাজার টাকা মিনিমাম আয় করা সম্ভব।

প্রমাণ দেখুন- https://youtu.be/8jwC2QUhcfM?si=7d2Hy1Fb6f0zEc13

অর্ডার না করে ওয়েবসাইট নিজে তৈরি করতে কত টাকা লাগে?

একটি আর্টিকেল লিখে আয় করার সাইট নিজে তৈরি করতে হলে প্রথমে অন্তত ছয় মাসের একটি ওয়েবসাইট ডিজাইনের কোর্স করতে হয় আবার ভালো একটি প্রতিষ্ঠান থেকে। যার কোর্স ফি আপনাকে মিনিমাম ১৫ হাজার টাকা প্রদান করতে হবে।

এরপর ওয়েবসাইট তৈরি করা শিখে গেলে অন্তত তিন মাসে SEO শিখতে হয় কয়েক হাজার টাকা দিয়ে যাতে করে গুগলে আপনার লেখাগুলো সার্চ রেজাল্টের প্রথম পাতায় আছে।

এছাড়াও একটি ব্লগ ওয়েবসাইট থেকে গুগল এডসেন্স অ্যাপ্রুভাল করার আগ পর্যন্ত নিচের এই বিষয়গুলো সেটা করতে হয়।

  • Google search console
  • Google Analytics.
  • CloudFlare.
  • WP Plugins.
  • Google News Approval.

এছাড়াও প্রয়োজনে আরো অনেক বিষয়।

কেমন হয় যদি আমরাই আপনাকে সুন্দর একটি বাংলা আর্টিকেল লিখা আয় করার ব্লগ সাইট ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করে দিই মাত্র ১৫ দিনে? এতে করে আপনার ৬মাস থেকে ১বছর সময় বেঁচে যাবে। কারণ সম্পূর্ণ একটি কমপ্লিট ওয়ার্ডপ্রেস এ ব্লগ সাইট তৈরি করা এবং বিভিন্ন বিষয়ে সাইটকে যুক্ত করা।এ সকল বিষয় কাজ শিখতে সময় এবং অর্থ দুটিই যাবে।

তাই আমরাই আপনাদের জন্য ওয়ার্ডপ্রেস দিয়ে ব্লগ সাইট তৈরি করা সার্ভিস চালু করেছি।

এই সার্ভিসটিতে যা যা পাচ্ছেন –

👉ডোমেইন এবং হোস্টিং আপনি ক্রয় করে আমাদেরকে দিবেন ডোমেইন হোস্টিং বিষয়টি না বুঝতে পারলে কোথা থেকে কিনবেন এ বিষয়ে সম্পূর্ণ লাইভ সাপোর্ট আমরা দেব। কারণ আমরা চাই আপনি যেহেতু সাইটটি পরিচালনা করবেন সেহেতু ডোমেইন হোস্টিং বিষয়টি সম্পর্কে আপনি নিজে অবগত থাকুন। আর সবচাইতে বড় কথা আপনার ব্লগ সাইটের সিকিউরিটি পারপাস হলেও এ বিষয়টি আপনার জানা দরকার। আমরা নিজে আপনাদেরকে শিখিয়ে দিব ডোমেইন- হোস্টিং বিষয়ে সব কিছু।

👉জেনারেট প্রেস প্রিমিয়াম থিম অরিজিনাল লাইফ টাইম পর্যন্ত আপডেট পাবেন।

👉সম্পূর্ণ ওয়েবসাইট ডিজাইন।

👉ওয়েবসাইটের অফ পেজ এবং অন পেজ এসইও।

👉Google News approval আমরাই করিয়ে দিব।

👉Google Search Console Setup আমরাই করিয়ে দিব।

👉Google Analytics Setup আমরাই করিয়ে দিব।

👉৩টি ইউনিক ব্লগ পোস্ট + পোস্টে ব্যবহৃত ইউনিক ইমেজ এসইও সহ আমরা করে দিবো এবং ইনডেক্স করে দিব।

👉about us, contract us, privacy policy তিনটি পেজ আমরা নিজে ইউনিক ভাবে তৈরি করে আপনার ওয়েবসাইটে যুক্ত করে দিব।

👉ফুটার ক্রেডিট রিমুভ করে দিবো।

👉আপনার ওয়েবসাইটে প্রয়োজনীয় ব্যবহৃত ইউনিক লোগো আমরা তৈরি করে দিব। পাশাপাশি Google News এর জন্য যে তিনটি লোগো দরকার সেটি করে দিব।

👉FeedBurner অ্যাকাউন্ট তৈরি করে দিয়ে Rss Feed জেনারেট করে দিব।

👉ওয়ার্ডপ্রেস এ ব্লগ সাইটের প্রয়োজনীয় সকল ফ্রি প্লাগিন্স যুক্ত করে দিব।

👉 WP- Rocket Premium 2031 সাল পর্যন্ত মেয়াদের সাইট স্পিড অপটিমাইজেশন করে ৯০+ সাইটের পেজ গতি বাড়িয়ে দিব।

👉Google Site Kit Plugin সেটআপ করে দিব।

ইন্ডিভিজুয়ালি সকল বিষয় বললে অনেক বিষয় এখানে উল্লেখ করতে হবে। তাই আমি সরাসরি আপনাদেরকে সামারি আকারে বলতে চাই। গুগল এডসেন্স আবেদন এবং এপ্রুভ করা সার্ভিসের বাহিরে সম্পূর্ণ একটি ব্লগ সাইট আমরা তৈরি করে দিব।

এখন অনেকে আছেন প্রশ্ন করবেন Google Adsence Approval সার্ভিস টা কেন যুক্ত করিনি?

তার কারণ হচ্ছে গুগল এডসেন্স অ্যাপ্রুভাল বা আবেদন কারার জন্য আপনার ওয়েবসাইটে মিনিমাম ৩০ টি ইউনিক ৫০০ থেকে ১০০০ ওয়ার্ডের পোস্ট থাকতে হবে। এবং ওয়েবসাইটের ডোমেইনের বয়স ১.৫ মাস থেকে ২ মাস হতে হবে।।

তাই আপনারা প্রতিদিন ওয়েবসাইট তৈরি করে নেওয়ার পর ইউনিক ভাবে ব্লগ পোস্ট করে নির্দিষ্ট সময় আবেদন করবেন। ইনশাল্লাহ গুগল এডসেন্স পেয়ে যাবেন। আর সবচাইতে বড় কথা আমি তো আছি লাইফ টাইম পর্যন্ত আপনাদেরকে সাপোর্ট দিতে।

কেন আমাদের কাছ থেকে ওয়েবসাইট তৈরি করিয়ে নিবেন?

👉ব্লগ ওয়েবসাইট থেকে আয় করা অভিজ্ঞতা ৫ থেকে ৭ বছরের। তাই আমরা জানি কিভাবে এসইও করে ব্লগ তৈরি করলে দ্রুত গুগল এডসেন্স পাওয়া যায়।আর আমাদের সমস্ত অভিজ্ঞতা দিয়ে আপনাদের সাইটটি তৈরি করা হবে।

👉সবচাইতে বড় কথা আপনি আমাদের বিশ্বস্ততা যাচাই করার জন্য নিচের লিংকগুলি ভিজিট করতে পারেন।

আমাদের নিজস্ব ওয়েবসাইট সমূহ:-

www.sanaul.info

www.ssitbari.com

www.usitbari.com

www.sobaritbd.com

www.workupplace.com

এছাড়াও আমাদের আরো ওয়েবসাইট রয়েছে যা সিকিউরিটির জন্য পাবলিক প্রকাশ করছি না।

আমাদের ইউটিউব চ্যানেল সমূহ:-

https://www.youtube.com/channel/UCF8ngGZDCsYKpLlf9Mjb6Ig

https://www.youtube.com/@workupplace3094

https://www.youtube.com/@sobaritbd

আমাদের ফেসবুক পেজ সমূহ:-

https://www.facebook.com/ssitbari

https://www.facebook.com/sobaritbd1

https://www.facebook.com/workupplace

এরপরেও যদি আমাদের বিশ্বস্ততা নিয়ে কোন প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন – 01673209702

👉এছাড়া সবচাইতে বড় যে কারণে আপনি আমাদের সার্ভিস নিবেন। তার কারণ হচ্ছে লাইফটাইম পর্যন্ত আপনি এই ব্লগ সাইট সম্পর্কিত সার্ভিস টুয়েন্টি ফোর আওয়ার সপ্তাহের সাত দিন আপনি পাবেন।

আশা করছি আর কোন বিষয় নিয়ে বিশ্বস্ততা প্রমাণ দেওয়া বা আমাদের কাছ থেকে কেন সার্ভিস নিবেন সে বিষয়টি নিয়ে বর্ণনা করার প্রয়োজন মনে করছি না। কারণ বিশ্বস্ততা নিজে থেকে আসে।

কেমন ওয়েবসাইট তৈরি করে দিব আমরা?

যেকোনো ধরনের ইংরেজি- বাংলা অথবা যেকোনো ভাষার ব্লগ সাইট তৈরি করে নিতে পারবেন।

এছাড়াও আপনাদের সুবিধার্থে ডেমো হিসাবে নিচের এই লিংকটি ভিজিট করো – www.sanaul.info সেম এরকম ডিজাইনের ব্লগ সাইট আমরা তৈরি করে দিব।

ব্লগ সাইট তৈরি করতে যা যা দিবে-

👉ফ্রেশ ভেরিফাইড জিমেইল আইডি।

👉পেমেন্ট করেছেন পেমেন্ট প্রুফ স্ক্রিনশট।

👉অর্ডার নাম্বার।

👉যে বিষয়ে সাইট তৈরি করবেন সে বিষয়ে নাম /নিস / টপিক।

এছাড়াও অন্যান্য কোন বিষয় প্রয়োজন হলে লাইভে অবশ্যই আপনার সঙ্গে যোগাযোগ থাকবে এবং প্রয়োজনীয় বিষয়টি চাইবো সেটি আপনি দিয়ে দিবেন।

দামের বিষয় –

অনেকে প্রাইসটি দেখে মনে করছেন এত কম দামে এতগুলি সার্ভিস কিভাবে সম্ভব।

দেখুন আমি শুরুতেই বলেছি যে ৫ থেকে ৭ বছর যাবত এই ব্লগ সাইট নিয়ে কাজ করার অভিজ্ঞতা থেকেই শুধুমাত্র আপনারা যারা শুরুতেই ব্লগ সাইট থেকে টাকা আয় করতে চাচ্ছেন তারা যাতে উপকৃত হতে পারেন এটি আমার মূল উদ্দেশ্য।

আর যারা এই দামটিকেও মনে করছেন বেশি? আমি বলব তাদের ব্লগ সাইট সম্পর্কে জিরো পরিমাণ কোন ধারণা নেই।

তাদের জন্য নিচে একটি স্ক্রিনশট শেয়ার করলাম। অন্যান্য প্রতিষ্ঠান একটি ব্লগ ওয়েবসাইটের জন্য কত টাকা নিচ্ছে। এবং শুধু ওয়েবসাইট তৈরি করে দিবে আর আমরা যেগুলো EXTRA সার্ভিসের কথা বলেছি সেটি একটিও দিবেন না।

কতদিন সময় লাগবে আমাদের?

দেখুন শুধুমাত্র ব্লগ ওয়েবসাইট হলে ২-৩ দিনেই করে দেওয়া সম্ভব। কিন্তু আমরা যে সকল সার্ভিসের কথা বলেছি। সে সকল সার্ভিস সম্পূর্ণ গুগলের প্রোডাক্ট। যেহেতু সাইটটি গুগল এডসেন্স অ্যাপ্রুভাল কে টার্গেট করে আমরা তৈরি করব ,সেহুতু আমাদেরকে মিনিমাম ১৫ কার্য দিবস পর্যন্ত সময় দিতে হবে। তবে আমারা আরও আগে চেষ্টা করব যত দ্রুত সম্ভব ডেলিভারি করতে। আপনি লাইভে কাজ শুরু হলেই আপনি দেখতে পাবেন যে আপনার সাইটটা প্রতিদিন কি পরিমান কাজ আপডেট করা হচ্ছে।

বিশেষ দ্রষ্টব্য – কোন বিশেষ অসুবিধা জন্য ডেলিভারি দিন বৃদ্ধি পেতে পারে। তবে অবশ্যই সে বিষয়টি নোটিশ আকারে জানানো হবে।

পরামর্শ – যদি আপনাদের সম্ভব হয় একটু অভিজ্ঞতা থাকে। তাহলে আমার এই সার্ভিসটি অর্ডার না করে। আমার ইউটিউব চ্যানেলে থাকা শূন্য থেকে ওয়ার্ডপ্রেস দিয়ে ব্লগ সাইট তৈরি করা সিরিজের প্রত্যেকটি পর্বের ভিডিও দেখে নিজে থেকে সাইট তৈরি করুন আপান্র কিছু জানাও হবে।

ভিডিও- https://www.youtube.com/watch?v=f5wHtIPYSz0&list=PLBevP7Rixya4wNfIibWZ0HA_en-KI8uY1

শেষ কথা – লিখে সকল বিষয় বোঝানো সম্ভব না, তবে আপনি যদি ওয়ার্ডপ্রেস দিয়ে ব্লগ সাইট তৈরি করে টাকা আয় করার ইচ্ছুক হয়ে থাকেন।তাহলে নির্দ্বিধায় নিশ্চিন্তে আমার সার্ভিসটি অর্ডার করতে পারেন। ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি ব্লগ সাইট থেকে ইনকাম পর্যন্ত পৌঁছাতে যা যা সাহায্য লাগে আমি আপনাকে করবো।

তবে মনে রাখবেন, আপনার ইচ্ছে, ধৈর্য এবং সময়ই পারে শুধুমাত্র আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দিতে।

ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন।

অবশ্যই সার্ভিসটি অর্ডার করার পর নিচে থাকা WhatsApp নাম্বারে মেসেজ করুন – 01673209702

এখানে অর্ডার করুন

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মো: সানাউল বারী পেশায় একজন ব্লগার এবং ইউটিউব ও ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর।

পোস্টটি শেয়ার করুন -:

Leave a Comment